Adsterra

বিশ্বখ্যাত পাঁচ সফল ব্যক্তির বৈশিষ্ট্য

 

বিশ্বখ্যাত পাঁচ সফল ব্যক্তির বৈশিষ্ট্য, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বিশ্বখ্যাতদের সফলতার গল্প সবাই শুনতে চায়, জানতে চায় কীভাবে তারা সফলতার এমন উচ্চশিখরে উঠেছেন। সফল এমন ব্যক্তিদের অনেকেই আছেন যাদের কেবল ব্যাংকে কাঁড়ি কাঁড়ি টাকাই নয়, আছে কোটি কোটি ভক্ত-অনুরাগী। 

বড় বড় ব্যক্তির জীবনে গতানুগতিক ধারার বাইরে এমন স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ছিল, যা তাদের আর্থিক প্রাতিষ্ঠানিকভাবে সফল তো করেছেই, সেই সঙ্গে মানুষের কাছে তারা জনপ্রিয় অনুসরণীয় ব্যক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন।

 

এখন আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলা প্রধান ইলন মাস্ক, মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেটসহ কয়েক জনের কথা কথা বলবো। কারণ তাদের ভেতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা সাধারণ মানুষকেও চলার পথে সফল করবে।

জেফ বেজোস

কখনও আশাহত হবেন না। অনেক ক্ষেত্রেই অসম্ভব বলে কিছু নেই। আজ যা অসাধারণ  মনে হয়, আগামীকাল তা খুব সাধারণ ব্যাপার হয়ে ধরা দিতে পারে। জেফ বেজোসের ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে তিনি তার এক লেখায় স্বীকার করেছেন।

 

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড,  ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

বিল গেটস

বই মানুষের চিন্তার পরিধি বাড়িয়ে দেয়। সফল ব্যক্তিদের প্রায় সবাই অবসর সময়ে বই পড়েন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বছরে ৫০টির মতো বই পড়েন। আপনিও অবসরে বই পড়ুন।

সারা ব্ল্যাকেলি

কোনো আইডিয়াকে ছোট করে দেখবেন না। প্রতিটি মানুষের ভেতরই তার অজান্তে কোনো না কোনো আইডিয়ার  জন্ম নেয়। কেউ এটিকে গুরুত্ব দিয়ে এগোয় আর কেউ কেউ এটিকে গুরুত্বহীন মনে করে। স্প্যানএক্সের প্রতিষ্ঠাতা সারা ব্ল্যাকেলি যখন শুরুর দিকে নিজের একটি আইডিয়া একজনের সঙ্গে শেয়ার করেন, তখন ওই ব্যক্তি তাচ্ছিল্যের স্বরে বলেন, যদি এটি ভালো আইডিয়াই হতো তাহলে কেন এতদিন কেউ এটি নিয়ে কাজ করেনি? অথচ পরে নিজের আইডিয়া দিয়েই সাফল্য পান সারা ব্ল্যাকেলি।

ওয়ারেন বাফেট

ভালো বক্তা হোন। মানুষের সামনে সাবলীলভাবে কোনো বিষয়কে যথাযথভাবে তুলে ধরাও একটি বড় যোগ্যতা। এটি এক ধরনের যোগাযোগ দক্ষতা। মার্কিন প্রভাবশালী ব্যবসায়ী ওয়ারেন বাফেট ‘এ বুক অব মেন্টরস’-এর প্রবন্ধে লিখেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার যতটা না কাজে দিয়েছে, ১০০ ডলারের পাবলিক স্পিকিং কোর্স তার চেয়ে বেশি উপকারে এসেছে।

ইলন মাস্ক

জীবন ভারসাম্যপূর্ণ করুন আর কাজে মনোযোগ দিন। টেসলা প্রধান বলেন, আমি একই সঙ্গে একাধিক কাজে মনোযোগ দেয়াটি পছন্দ করি না। যখন কারও সঙ্গে খাবার খেতে বসব, সেটিই করব। (অনেকের মতো) ওই সময় ব্রাউজ বা ইমেইল চেক করব না।

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, asun sustho thaki,health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, mental health, 

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।

No comments

Powered by Blogger.