Adsterra

পরীক্ষায় সফলতা লাভের উপায়

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

সাফল্যের পথে যারা নিয়ম মেনে চলে, মেধা, পরিবেশ, অর্থ প্রভৃতি প্রতিকূল হলেও আল্লাহ তা'আলা তাদের ভাগ্যে সাফল্য লিখে দেন। তিনি বলেছেন- 'নিশ্চয়ই তোমাদের চেষ্টা- প্রচেষ্টা বিভিন্ন ধরনের।' 'আমি কঠিনতম বিষয়কে তার জন্য সহজ করে দেবো।'...

 

সফলতা লাভের উপায় : জীবনে সফল হতে হলে যা প্রয়োজন তা হচ্ছে -

 . আত্মবিশ্বাস

. লক্ষ্য নির্ধারণ

. নিরন্তর সাধনা

. সঠিক কর্মপন্থা।

 

আত্মবিশ্বাস : নিজের ব্যাপারে আশাবাদী হওয়া এবং সৎসাহসী হওয়া। 'ইনশাআল্লাহ আমি পারব' এই বিশ্বাস পোষণকারী পারেও বটে। 'আমি পারব' এটা সফল ব্যক্তির সফলতার সর্বপ্রথম পদক্ষেপ। তাই জীবনে সফল হওয়ার জন্য প্রতিটি ছাত্রকেই প্রথমে বিষয়টি আত্মস্থ করা জরুরী যে, 'আমি একজন মানুষ। সভ্যতার সবকিছু আল্লাহ তা'আলা মানুষকে দিয়ে করিয়েছেন। সুতরাং তিনি আমাকেও কাজে লাগাবেন।' বলা যায় সৎসাহস সকল সাফল্যের ভিত্তি। যারা পারবে বলে সাহস করে, তারা সফলও হয়।  এভাবে সৎসাহস যুগে যুগে ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাসের গতিধারা পাল্টে দিয়েছে। অপরদিকে হীনমন্যতা, নিজের প্রতি আস্থাহীনতা আত্মবিকাশের পথে সবচেয়ে বড় অন্তরায়। সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা। 

 

আরও পড়ুন - বন্যায় স্বাস্থ্য সমস্যা : করনীয়


সুনির্দিষ্ট লক্ষ্য : সফলতার দ্বিতীয় শর্ত হল, জীবনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। একজন ছাত্র যদি প্রথম হওয়াকে তার লক্ষ্য স্থির করে, তাহলে তার চেষ্টা-সাধনা, প্রস্তুতি সবকিছুই হবে সে পর্যায়ের। আর যে ছাত্র লক্ষ্যই স্থির করল, কোন রকমে পাশ করবো; তার পড়াশোনা, প্রস্তুতি সবকিছুই হবে সে পর্যায়ের। কোন রকমে পড়া হয়ে গেলে সেটাকে সুন্দর থেকে সুন্দরতম করার সাধনা তার মধ্যে থাকে না। তাই লক্ষ্য বড় সুদূর প্রসারী হলে কোন কারণে বড়দের স্তরে সম্ভব না হলেও একটা নির্দিষ্ট স্তরে অবশ্যই তার পৌঁছানো সম্ভব হয়।

লক্ষ্য অর্জনের জন্য মনের তীব্র তাড়না, প্রয়োজনীয় গুণ, অভিজ্ঞতা যোগ্যতা অর্জনের প্রতিটি সুযোগকে শিক্ষাগুরুর তত্ত্বাবধানে কাজে লাগানো এবং রুটিন মাফিক চেষ্টা করারও বিরাট প্রভাব রয়েছে জীবনে সফল হওয়ার উপর।

 

নিরন্তর সাধনা : সফলতার তৃতীয় শর্ত হলো নিরন্তর চেষ্টা-সাধনা। কোন ছাত্র যদি লক্ষ্যবস্তু নির্দিষ্ট স্পষ্ট করে নিজের প্রতি আস্থাশীল বিশ্বাসী হয়ে যথার্থ পরিশ্রম করে, তাহলে সে পরীক্ষায় অবশ্যই সফল হবে।

بقدر الكد تكتسب المعالي+ ومن طلب العلى سهر الليالي 

'চেষ্টা যেমন, মর্যাদা তেমন। যে উঁচু মর্যাদার প্রত্যাশা করে, সে (কষ্টকর হলেও) রাত্রি জাগরণ করে।'

 العطايا على متن البلايا 

'সাধনার বাহনে সফলতার আসন।'

 

আসলে জন্মসূত্রে প্রাপ্ত মেধা দ্বারা কেউ জীবনে বড় হতে পারেনি। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা পরিশ্রম সাধনার গুণেই বড় হয়েছেন।

 

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড,  ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

সঠিক কর্মপন্থা : সুনিদিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং নিরন্তর সাধনা সত্ত্বেও যদি কর্মপন্থা সঠিক না হয়, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কখনই সম্ভব নয়। তাই লক্ষ্য নির্ধারণের পাশাপাশি সফলতা লাভে একজন শিক্ষার্থীর জন্য সঠিক কর্মপন্থা অবলম্বন অপরিহার্য।

 

পরীক্ষা : যোগ্য অযোগ্যের মাঝে পার্থক্য করা, খাটি ভেজালের মাঝে তারতম্য করা, সত্য অসত্যের মাঝে বিভাজন সৃষ্টি করা এবং ভাল-মন্দের যাচাই বাছাই করা হল পরীক্ষা। সফলতার পথে তুমি কতটা আত্মবিশ্বাসী? লক্ষ্য উদ্দেশ্য অর্জনে তুমি কতটা অগ্রগামী? কর্মপন্থা এবং চিন্তা-চেতনা কতটুকু ইতিবাচক ফলদায়ক পরীক্ষা তা নির্ধারণ করে দিবে। জন্যই বলা হয়, عند الامتحان يكرم الرجل او يهان ‘পরীক্ষা সম্মান অপমানের মানদণ্ড'

 

পরীক্ষার ধারা যুগযুগ ধরে প্রচলিত। স্বয়ং আল্লাহ তা'আলা তার বান্দাদের পরীক্ষা নিয়েছেন। উল্লেখ আছে, 'তারা সকল লোক, যাদের অন্তরকে আল্লাহ তা'আলা পরীক্ষা যাচাই করে নিয়েছেন তাকওয়ার জন্য। তাদের জন্য রয়েছে মাগফিরাত মহাপ্রতিদান।' (সূরা হুজুরাত-) নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছেন। সহীহ বুখারীতে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, কোন সে বৃক্ষ যার সাথে মানুষের সাদৃশ্য আছে? সকলেই চুপ রইলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা হল খেজুর গাছ (সহীহ বুখারী; হা. ৭২)

পরীক্ষা ছাত্রদের যোগ্যতা বৃদ্ধি প্রতিভা বিকাশের একটি স্বার্থক মাধ্যম। পরীক্ষা না থাকলে যোগ্যতার প্রমাণ দিয়ে উন্নতি সাধনের পথ পাওয়া যেতো না।


ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health, 

No comments

Powered by Blogger.