Adsterra

২৪ দিনে এসেছে ১৭২ কোটি ডলার রেমিট্যান্স

২৪ দিনে এসেছে ১৭২ কোটি ডলার রেমিট্যান্স, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চলতি আগস্ট মাসের প্রথম দিকে রেমিট্যান্স আসার গতি থমকে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাত্রা বেড়েছে। বিগত ২৪ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার। যদি একই হারে রেমিট্যান্স আসে, তবে কমপক্ষে ২২ কোটি ডলার আসবে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ডলার। দৈনিক হার ছিল ৬ কোটি ১২ লাখ ডলার। 


আরও পড়ুন - বন্যায় স্বাস্থ্য সমস্যা : করনীয়


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। তবে এ সময় ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। 


বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের একটি বড় অংশ শেখ হাসিনা সরকারকে সাহায্য না করার লক্ষ্যে বৈধভাবে ডলার পাঠানো থেকে বিরত থাকে। এতে গত মাসের শেষদিকে রেমিট্যান্সে ভাটা পড়ে।


আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের অনুদান দিতে ক্লিক করুন


এমনকি চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে মাত্র ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দৈনিক হিসাবে তা ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রেমিট্যান্স সংগ্রহে গতি ফিরে আসে। এতে দৈনিক রেমিট্যান্স সংগ্রহের হার দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ডলার।


No comments

Powered by Blogger.