Adsterra

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news


বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের তিন কর্মকর্তাকে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: আতিকুল ইসলাম, উপপুলিশ মহাপরিদর্শক মো: আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো: আসাদুজ্জামান (সিটিটিসি প্রধান)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়া হয়েছে।

এ কর্মকর্তারা বিধি অনুযায়ী, অবসরজনিত সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

No comments

Powered by Blogger.