ফরজ নামাজের পর যেসব দোয়া পড়তে হয়
প্রতি ওয়াক্তের ফরজ নামাজ শেষ করে রাসুল (সা.) বেশ কিছু দোয়া পড়তেন। সুন্নত আমল হিসেবে দোয়াগুলা খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু দোয়া তুলে ধরা হলো।
এক. ‘আল্লাহু আকবার’ একবার এবং ‘আসতাগফিরুল্লাহ’ তিনবার পড়া।
অর্থ : ‘আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
দুই. ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম’ একবার পড়া।
অর্থ : ‘হে আল্লাহ! তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।’
আরও পড়ুন - বন্যায় স্বাস্থ্য সমস্যা : করনীয়
তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহু অহ্দাহু লা শারিকালাহু, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’ একবার পড়া।
অর্থ : ‘আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক। তার কোনো অংশীদার নেই। তারই জন্য সমস্ত রাজত্ব। তারই সমস্ত প্রশংসা এবং তিনি সব বিষয়ে শক্তিমান।’
চার. ‘আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ’তাইতা, অলা মু’তিয়া লিমা মানা’তা অলা এনফাউ’ জাল জাদ্দি মিনকাল জাদ্দু’ একবার পড়া।
অর্থ : ‘হে আল্লাহ! তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারও নেই। আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না।’ (সহিহ বুখারি)
পাঁচ. ‘লা হাউলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ একবার পড়া।
অর্থ : ‘আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎকাজ করার শক্তি নেই।’ (সহিহ মুসলিম)
No comments