অবপাত || অয়ন আবদুল্লাহ
অবপাত
- অয়ন আবদুল্লাহ
ঈষৎ বুকের ভেতর বাড়ন্ত দীর্ঘশ্বাস
লুকিয়ে রাখি, পাছে চন্দ্রবিন্দুর ভুলে
শুধরে যাওয়া চাঁদে লেগে যায় দাগ।
ভাবনার এই ভীষণ গহীন অন্বেষণে
কারণে বা অকারণে যদি আসে খুলে
বোতাম ছিড়ে যাবতীয় রাগ অনুরাগ।
এই আকালের থালায় শীতার্ত খিদে
সাজিয়ে রাখি, নম্রতার সাথে পান করি
যত সব প্রস্তাবিত মিথ্যে আশ্বাসগুলো।
কাঁধে চেপে আছে আমার লেখা সমস্ত
পরিশুদ্ধ কবিতার দায়, শব্দের পাটখড়ি
জ্বালিয়ে রেখেছে বিবেকের এই চুলো।
উড়ো মেঘের মতো ভেসে যাচ্ছে
শবাহত এই শহর; পথে ঘাটে লেগে আছে
ছোপ ছোপ আস্থার নিরঙ্কুশ গাঢ়তা।
এই প্রাণ, অনুদান নয়, তবু তাকে
সকাল-বিকাল শকুনেরা চিবিয়েই যাচ্ছে,
সেই সাথে বাড়ছে মগজের জড়তা।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে
No comments