Adsterra

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ভারত যাওয়ার পথে জেলা ছাত্রলীগ নেতা আটক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ওই নেতার নাম তানজিব নওশাদ পল্লব (৩১)। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 


আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে ভারত যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। ওই সময় বিজিবি পল্লবকে জিজ্ঞাসাবাদ করে। তখন পল্লব স্বীকার করে জানান, তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

আটক তানজিব নওশাদ যশোর কোতয়ালী থানার পুরাতন কসবা এলাকার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে।


বেনাপোল বিজিবি কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে।


পরে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে ওত পেতে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। পরে তাকে আটক করা হয়।


এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছেন তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। আওয়ামী লীগ সরকারের কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতাকর্মীরা যেন পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।

No comments

Powered by Blogger.