Adsterra

দায়িত্ব নিয়েই হাথুরুর বিকল্প খোঁজার ঘোষণা ফারুকের

দায়িত্ব নিয়েই হাথুরুর বিকল্প খোঁজার ঘোষণা ফারুকের, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আত্মগোপনে যাওয়া নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের আগেই তিনি বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচের পদ থেকে সরাবেন। এবার বিসিবি সভাপতির চেয়ারে বসেও তিনি হাথুরুর বিকল্প খোঁজার ঘোষণা দিলেন ফারুক আহমেদ।

আজ বুধবার মিরপুর শেরে বাংলায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাথুরুর সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজব, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব। এরপর বাকিদের সাথে আলাপ করব। সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেব। আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি।’

এদিকে হাথুরুসিংহেও তার ভবিষ্যত অনুমান করে ফেলেছেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমার কোনো ধারণাই নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’



No comments

Powered by Blogger.