Adsterra

ঘড়ি বাম হাতেই পরা হয় কেন?

ঘড়ি বাম হাতেই পরা হয় কেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

এক সময় মানুষ শুধু সময় দেখার জন্য হাতে ঘড়ি পরলেও বর্তমানে তা ফ্যাশনে পরিণত হয়েছে। ব্র্যান্ডের ঘড়ি হাতে পরলে চাল-চলনই বদলে যায়। এমনকি ব্যক্তিত্বের প্রকাশও ঘটে এই ঘড়ি পরার স্টাইলে। ঘড়ি সাধারণত বাঁ হাতে পরা হয়। পৃথিবীর অধিকাংশ পুরুষ বাঁ হাতেই ঘড়ি পরতে পছন্দ করেন। তবে নারীদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। বেশিরভাগ নারী ডান হাতে ঘড়ি পরে থাকেন। এর থেকে অনেকের মনেই প্রশ্ন আসে, এর পিছনে কী কোনও বৈজ্ঞানিক কারণ আছে?


চলুন জেনে নেওয়া যাক, কেন অনেকেই বাম হাতে ঘড়ি পরেন বেশিরভাগ সময়।


বাম হাতে ঘড়ি পরার কারণ

ঘড়ি কোন হাতে পরবেন এটা আসলে সম্পূর্ণ নিজের ইচ্ছা। তবে বেশিরভাগ মানুষ বিশেষ করে পুরুষ মানুষ বাম হাতে ঘড়ি পরতেই পছন্দ করেন এবং পরেন। এছাড়া হাতে ঘড়ি পরার পিছনে কিছু যুক্তিযুক্ত কারণ রয়েছে।


১. মানুষের ডান হাতে কাজ বেশি করা হয়। খাওয়া, লেখা, পানির কাজ থেকে শুরু করে সব কাজ। তাই খাবার বা পানি লেগে ঘড়ি নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য সবাই বাঁ হাতে ঘড়ি পরতেই ভালোবাসে।


২. পৃথিবীর ৮০ ভাগ মানুষই ডান হাতে লেখালিখি করে। ডান হাতে ঘড়ি পরা থাকলে ওই হাতে লিখতে অসুবিধা হয়। তাই বাম হাতেই ঘড়ি পরেন অনেকে।


৩. বাম হাতের কব্জিতে ঘড়ি পরার ব্যবহারিক সুবিধা রয়েছে। বেশিরভাগ মানুষ ডানহাতি এবং ডান হাতে কাজ করার সময় (লেখা ইত্যাদি), বাঁ হাতের ঘড়িতে সময় সহজেই দেখা যায়।


৪. বাম হাতের ব্যবহার কমের কারণে এই হাত নড়াচড়াও কম হয়। যার কারণে ঘড়ির ক্ষতিও কম হয়। এমনকি বেশিরভাগ কর্মজীবী ​নারীও বাম হাতের কব্জিতে ঘড়ি পরেন।


No comments

Powered by Blogger.