মোহাম্মদপুরে সংঘর্ষ রণক্ষেত্র, মুহুর্মুহু গুলি
রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ চলছে। মুহুর্মুহু রাবার বুলেট ছুড়ছে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বেলা ১২টার পর থেকে বিচ্ছিন্নভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা তিন রাস্তার মোড় এলাকা থেকে রাস্তায় নামতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের সংখ্যা। দুপুরে ১টার দিকে তারা রাস্তায় ব্যারিকেড দেন। বিকাল ৩টার দিকে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নিতে শুরু করেন।
এরপর বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশও আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। প্রায় আধাঘণ্টা ধরে পুলিশের গুলিবর্ষণ চলে। এরপর আন্দোলনকারীরা আবারও সামনে এগিয়ে আসে। এরপর থেকে থেমে থেমে চলতে থাকে ধাওয়া-পালটা ধাওয়া।
সবশেষ বিকাল সাড়ে ৪টায় বাসস্ট্যান্ড মোড় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে রয়েছে। সেখানে সেনা সদস্যরাও অবস্থান করছেন
No comments