Adsterra

‘ইয়াবা গডফাদার’ আব্দুর রহমান বদি গ্রেপ্তার

ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদি গ্রেপ্তার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার রাতে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় আবদুর রহমান বদিকে নগরীর জিইসি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

র‌্যাব সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানায় করা হত্যা চেষ্টা মামলায় বদিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ বাদি হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নামসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম।

আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ইয়াবা গডফাদার হিসেবে ব্যাপক সমালোচনার মুখে আওয়ামী লীগ ২০১৮ সালে বদিকে ওই আসন থেকে মনোনয়ন না দিয়ে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দিলে তিনি জয়ী হন। ২০২৪ সালেও শাহীন আক্তার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মূলত শাহীন আক্তার সংসদ সদস্য হলেও পুরো কাজ ছিল আবদুর রহমান বদির নিয়ন্ত্রনে।


No comments

Powered by Blogger.