সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন আল্লাহ
মহান আল্লাহ হলেন সর্বস্রষ্টা। তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। অনেকের মনেই প্রশ্ন জাগে, মহান আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন? এই বিষয়ে ইসলামি স্কলাররা দুটি মতামত উল্লেখ করে থাকেন। কারও কারও মতে মহান আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আবার কারও মতে, মহান আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন।
কলমের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয় আল্লাহতায়ালা সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন, তা হলো কলম। অতঃপর তিনি কেয়ামত পর্যন্ত যা হবে তা কলমকে লিখতে বললেন।’ (বায়হাকি) হাদিসে আরও বর্ণিত হয়েছে, ‘আল্লাহতায়ালা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন, লিখো। কলম বলল, হে আমার রব! কী লিখব? আল্লাহতায়ালা বললেন, কেয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি বস্তুর তকদির লিখো।’ (আবু দাউদ)
যাদের মতে মহান আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি আরশ তাদের দলিল হলো, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা আসমান-জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত সৃষ্টির তকদির লিপিবদ্ধ করেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর।’
আরও পড়ুন - বন্যায় স্বাস্থ্য সমস্যা : করনীয়
রাসুল (সা.) আরও বলেছেন, ‘প্রথমে একমাত্র আল্লাহই ছিলেন। তিনি ছাড়া আর কিছুই ছিল না। তার আরশ ছিল পানির ওপর। তারপর তিনি প্রত্যেক জিনিস লওহে মাহফুজে লিপিবদ্ধ করেন এবং তিনি আসমান ও জমিন সৃষ্টি করেন।’ (সহিহ বুখারি) তারা বলেন, এটা থেকে বুঝা যায়, যখন তকদির লিখেছেন তখন কলমের প্রয়োজন হয়েছিল। আর এর আগেই পানির ওপর আরশ বিদ্যমান ছিল। এই দুই হাদিস থেকে দলিল গ্রহণ করে আবার কেউ কেউ পানি সর্বপ্রথম সৃষ্টি বলে মত প্রকাশ করেছেন।
No comments