প্রথম ম্রো নারী ডাক্তার সং চাং মুরুং
বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পায়া কার্বারী পাড়ার কাইংপ্রি ম্রো ও টুমলেং ম্রোর কন্যা সং চাং মুরুং সম্প্রতি রাঙামাটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। ডাঃ সং চাং মুরুং কলেজের চতুর্থ ব্যাচের ছাত্রী। চিকিৎসার অভাবে এক বোনের মৃত্যু ও মায়ের দীর্ঘকালীন অসুস্থতা এবং বাবার প্রেরণা তাকে ডাক্তার হতে উদ্বুদ্ধ করেছে বলে তিনি জানান। ম্রো সম্প্রদায় হতে তিনিই প্রথম নারী ডাক্তার।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে জনসংখ্যায় চাকমা, মারমা ও ত্রিপুরাদের পরেই ম্রোদের (৫২,৪৫৫) স্হান। মুলত বান্দরবান পার্বত্য জেলায় ম্রোদের বসবাস।
No comments