Adsterra

প্রথম ম্রো নারী ডাক্তার সং চাং মুরুং

প্রথম ম্রো নারী ডাক্তার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পায়া কার্বারী পাড়ার কাইংপ্রি ম্রো ও টুমলেং ম্রোর কন্যা সং চাং মুরুং সম্প্রতি রাঙামাটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। ডাঃ সং চাং মুরুং কলেজের চতুর্থ ব্যাচের ছাত্রী। চিকিৎসার অভাবে এক বোনের মৃত্যু ও মায়ের দীর্ঘকালীন অসুস্থতা এবং বাবার প্রেরণা তাকে ডাক্তার হতে উদ্বুদ্ধ করেছে বলে তিনি জানান। ম্রো সম্প্রদায় হতে তিনিই প্রথম নারী ডাক্তার। 

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে জনসংখ্যায় চাকমা, মারমা ও ত্রিপুরাদের পরেই ম্রোদের (৫২,৪৫৫) স্হান। মুলত বান্দরবান পার্বত্য জেলায় ম্রোদের বসবাস।

No comments

Powered by Blogger.