Adsterra

গাভাস্কারের চোখে বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি

গাভাস্কারের চোখে বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh ne

ওয়ানডের পর এবার সাম্প্রতিক অতীতে টেস্টেও সাফল্যের দেখা পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বেশ কয়েকজন মান সম্মত পেসার পাওয়ায় বোলিং হয়েছে ধারালো। রাওয়ালপিন্ডিতে দারুণ ক্রিকেট উপহার দিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছেন মুশফিক-নাহিদরা। ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের আগে নাজমুল হোসেন শান্তরা পাচ্ছে বেশ সমীহ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার বলছেন, টেস্টে বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি।


এই সিরিজ শুরুর আগে ভারতীয় গণমাধ্যম মিড-ডেতে কলামে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন গাভাস্কার। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন ভারতকে, 'পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতন শক্তি। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশে গেলো তখনো তারা শক্ত লড়াই করেছে। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে।'


আইসিসির মাসসেরায় লঙ্কানদের জয়জয়কারআইসিসির মাসসেরায় লঙ্কানদের জয়জয়কার

ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে ১১টিতে হেরেছে বাংলাদেশ, দুটি ড্র হয় মূলত বৃষ্টির সৌজন্যে। তবে ২০২২ সালে সর্বশেষ টেস্টে জেতার সম্ভাবনা জাগিয়েছিলো। রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের বীরত্বে ৩ উইকেটে রোমাঞ্চকর জয় পায় ভারত। গাভাস্কার সেই টেস্টের স্মৃতিই রোহিত শর্মাদের মনে করিয়ে দিতে চেয়েছেন।


এই বাংলাদেশকেই সেরা মনে করছেন হার্শাএই বাংলাদেশকেই সেরা মনে করছেন হার্শা

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের ভালো করার পেছনে দলটির অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেলকেও তুলে ধরেছেন তিনি, 'তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষ নিয়ে ভীত থাকে না। প্রত্যেক দলই তাদের সঙ্গে খেললে বুঝে যে তারা ছেড়ে কথা বলার মতন, পাকিস্তান সেটা টের পেয়েছে। নিশ্চয়ই এটা দেখার মতন সিরিজ হতে যাচ্ছে।'

No comments

Powered by Blogger.