রবিউল আউয়ালের গুরুত্বপূর্ণ ঘটনাবলি
৪ রবিউল আউয়াল : ৮৮৬ হিজরির এই দিনে ইস্তাম্বুল বিজয়ী উসমানি খলিফা মুহাম্মদ আল-ফাতিহের ইন্তেকাল।
৬ রবিউল আউয়াল : ৬০৪ হিজরির এই দিনে দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির জন্ম।
৮ রবিউল আউয়াল : ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছান এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১০ রবিউল আউয়াল : ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ১৭৯ হিজরির এই দিনে সাহাবি আনাস ইবনে মালিক (রা.)-এর ইন্তেকাল। ৯৭৯ হিজরির এই দিনে উসমানি খিলাফতের সাইপ্রাস জয়।
১২ রবিউল আউয়াল : হিজরি পূর্ব ৫৩ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। ১১ হিজরির একই দিনে তাঁর ইন্তেকাল। একই দিনে হজরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন।
১৪ রবিউল আউয়াল : ১৭০ হিজরির এই দিনে আব্বাসি খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসেন। ৬৪ হিজরির এই দিনে উমাইয়া শাসক ইয়াজিদের মৃত্যু।
১৮ রবিউল আউয়াল : ১ হিজরির এই দিনে মসজিদে নববির নির্মাণকাজ শেষ হয়।
২০ রবিউল আউয়াল : ১৫ হিজরির এই দিনে খলিফা ওমর (রা.) বায়তুল মুকাদ্দাস জয় করেন। ৫২০ হিজরির এই দিনে আন্দালুসি দার্শনিক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইবনে রুশদের জন্ম।
২১ রবিউল আউয়াল : ১০০০ হিজরির এই দিনে মোগল বাদশাহ শাহজাহানের জন্ম।
২৩ রবিউল আউয়াল : ৪২১ হিজরির এই দিনে ভারত বিজেতা সুলতান মাহমুদ গজনবির ইন্তেকাল।
২৪ রবিউল আউয়াল: ১৩ হিজরির এই দিনে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বুসরা বিজয়ের মাধ্যমে সিরিয়া অঞ্চলে বিজয়ের সূচনা করেন। ২৫ রবি
উল আউয়াল: ৫ হিজরির এই দিনে দাওমাতুল জান্দাল যুদ্ধ সংঘটিত হয়।
২৯ রবিউল আউয়াল: ৫৭০ হিজরির এই দিনে মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি দামেস্ক জয় করেন।
No comments