Adsterra

নিয়ম না মেনে বাগানে পানি দিলে হবে বিপদ

নিয়ম না মেনে বাগানে পানি দিলে হবে বিপদ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh new

বাড়ির বারান্দায় বা উঠোনে, যেখানেই বাগান থাকুক গাছের বৃদ্ধির জন্য সূর্যালোক, বাতাস ও পানির প্রয়োজন। বেশির ভাগ গাছেই নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু কোন মৌসুমে কতটা পানি লাগবে, কীভাবে এবং কোন সময় দিলে ভালো তা জেনে রাখা উচিত। নয়তো পানি দেওয়ার ভুলেই গাছের ক্ষতি হতে পারে।

গাছে কখন, কীভাবে পানি দিবেন সেসব বিষয় জেনে নেওয়া যাক।


গাছের ধরন

কিছু কিছু গাছের জন্য ভেজা মাটি দরকার, আবার কিছু কিছু গাছের গোড়ায় পানি জমলে শিকড় পচে যেতে পারে। তাই পানি দেওয়ার আগে সেই গাছ বড় করতে কতটা পানির প্রয়োজন, তা জেনে নেওয়া উচিত।

সাধারণত বেশির ভাগ ফুল বা সবজি গাছের গোড়ায় পানি জমলে সমস্যা হয়। সে ক্ষেত্রে টবে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে, তা দেখতে হবে। কারণ, পানি বেশি হয়ে গেলেও তা বেরিয়ে যাবে।


আর্দ্রতা

পানি দেওয়ার আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করে নেওয়া দরকার।

আঙুল ছোঁয়ালে যদি মাটি ভিজে থাকে, তা হলে পানির দরকার নেই। মাটি হালকা শুকিয়ে এলে তার পর প্রয়োজন মতো পানি দিতে হবে।


ভালোভাবে পানি দিতে হবে

শিকড় যাতে পানি পায় তা নির্দিষ্ট করার জন্য কখনো কখনো পানি নিষ্কাশনের ছিদ্র দিয়ে যতক্ষণ না পানি বেরোচ্ছে ততক্ষণ দিতে হবে। এতে গাছের শিকড় পর্যন্ত পানি যাবে।


পানির তাপমাত্রা

গাছের জন্য খুব গরম বা ঠান্ডা কোনো পানিই ঠিক নয়।

পানি যেন ঘরের তাপমাত্রায় থাকে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বালতি বা গামলাতে সারা রাত পানি ধরে রাখতে পারেন। এতে পানিতে থাকা দূষিত পদার্থ বা নোংরাও থিতিয়ে যাবে।


সকালে

ঘরের ভিতরের গাছে সকালের দিকে পানি দেওয়াই ভালো। এতে গাছের পাতা, শিকড় সারা দিন পানি পাবে এবং রাতের মধ্যে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে। এই ধরনের গাছে রাতে পানি না দেওয়াই ভালো।

এই নিয়মগুলো মানার পাশাপাশি গাছের গতি-প্রকৃতি দেখে পানি দিতে হবে। মৌসম ভেদে পরিমাণও কম-বেশি হবে।

No comments

Powered by Blogger.