Adsterra

শিশুর যে আচরণগুলোকে কখনো প্রশ্রয় দেবেন না

শিশুর যে আচরণগুলোকে কখনো প্রশ্রয় দেবেন না, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

শিশুরা দুরন্ত হবে, দুষ্টুমি করবে তা স্বাভাবিক। কিন্তু দুষ্টুমিরও মাত্রা আছে। দুষ্টুমি করতে করতে শিশু যদি এমন কোনো কিছু করে, যা আপাতদৃষ্টিতে স্বাভাবিক নয়, তাহলে সচেতন হোন। শিশুরা অতিরিক্ত দুরন্ত হলে সমস্যা নেই। কিন্তু তারা আক্রমণাত্বক হলে সমস্যা। আবার দুরন্ত শিশু যদি হঠাৎ চুপচাপ হয়ে যায়, কারো সাথে কথা না বলে, ভয় পায় তাহলে অভিভাবককে সতর্ক হতে হবে। এ বিষয়ে ভারতীয় মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকার বলছেন, “ছোট থেকে শিশুর অস্বাভাবিক আচরণ এড়িয়ে গেলে পরবর্তী সময়ে তা-ই অপরাধমনস্কতার জন্ম দিতে পারে। একটা সময় শিশু নেশা করাও শুরু করতে পারে। জড়িয়ে পড়তে পারে অপরাধমূলক কাজে। এই ধরনের ব্যবহারের বদলকে বলা হয় ‘কনডাক্ট ডিজ়অর্ডার’। শিশুর মধ্যে এমন আচরণ দেখলে মা-বাবাদের এড়িয়ে গেলে চলবে না।” 


শিশুর যে আচরণগুলোকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয় 

ভাঙচুর, মারপিট

অনেক শিশুই রেগে গেলে জিনিসপত্র ছোড়ে, ভাঙচুর করে, আচমকা কাউকে আঘাত করে, কামড়ে দেয়, মারধর করে, এমনকি থুতু দেয়। এমন আচরণ যদি শিশু বার বার করতে থাকে, তা হলে মা-বাবাকে সচেতন হতে হবে। কেননা শিশুর মধ্যে আক্রমণাত্মক আচরণ স্বাভাবিক নয়। যদি কথায় কথায় বড়দের গায়ে হাত তোলে, সমবয়সিদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে, স্কুলে শিক্ষক-শিক্ষিকাকে ও বাড়িতে বড়দের অসম্মান করে, তা হলে তখন থেকেই শিশুকে শাসন করতে হবে। ‘কনডাক্ট ডিজ়অর্ডার’-এর কারণে এমন আক্রমণাত্মক আচরণ হতে পারে। তাই সময় থাকতেই মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


পশুপাখিকে আঘাত করে আনন্দ

বাসার ও বাইরের পোষা প্রাণীর প্রতি আপনার সন্তান কেমন আচরণ করছে তা খেয়াল করুন। যদি দেখেন, শিশু পশুপাখিকে আঘাত করে এবং বোবা প্রাণীকে আঘাত করে আনন্দ পায়, তাহলে বুঝতে হবে এই আচরণ স্বাভাবিক নয়।


অহেতুক মিথ্যা বলা 

শিশুরা অনেক সময় বাবা-মায়ের শাসন থেকে বাঁচতে মিথ্যা কথা বলে। কখনোবা মনোযোগ আকর্ষণ করতে মিথ্যা বলে। শিশুরা ছোট খাটো মিথ্যা বললে বাবা মায়েরা তা পাত্তা দেন না। কিন্তু প্রতিনিয়ত সন্তান মিথ্যা কথা বললে পরবর্তীতে তা অভ্যাস হয়ে যাবে। 


চুরি করছে না তো?

অনেক সময় না বুঝেই শিশুরা চুরি করে। পাশের সিটে বসা বন্ধুর পেনসিল, স্কেল কিংবা অন্য কোনোকিছু ব্যাগে করে বাসায় আনছে কিনা তা খেয়াল রাখা উচিত। বন্ধুদের জিনিস লুকিয়ে নিয়ে আসা, বাড়ি ফিরে মিথ্যা বলার প্রবণতা পরবর্তী সময়ে সমস্যার কারণ হতে পারে। 


সবাইকে সম্মান করে তো?

আপনার শিশু বাসার বড়দের সম্মান করছে কিনা তা খেয়াল রাখুন। বাইরের লোকজনের সাথে সে কেমন আচরণ করছে তাও নজড়ে রাখুন। কেননা ছোট থেকে এ ধরনের আচরণ ঠিক না করলে, পরবর্তীতে আরও প্রকট হবে। আঘাত দিয়ে কথা বলা, সম্মান না করা ইত্যাদি ‘কনডাক্ট ডিজ়অর্ডার’-এর লক্ষণ হতে পারে। তাই শুরু থেকেই সঠিক চিকিৎসা জরুরি।


ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।

No comments

Powered by Blogger.