Adsterra

কীভাবে বুঝবেন আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন?

কীভাবে বুঝবেন আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,

থাইরয়েড হলো প্রজাপতি আকৃতির ছোট একটি গ্রন্থ, যা ঘাড়ের সামনের দিকে শ্বাসনালীর চারপাশে আবৃত থাকে। এ গ্রন্থির কাজ হলো শরীরে থাইরয়েড হরমোন উৎপাদন করা। এ হরমোন উৎপাদনের আবার নির্দিষ্ট মাত্রা আছে।  শরীরে কম বা বেশি হরমোন উৎপাদিত হলেই বিপত্তি ঘটে। বর্তমানে সারা পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। 


আপনার শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে কী না, জানার জন্য শারীরিক কিছু উপসর্গের দিকে খেয়াল রাখুন। থাইরয়েডের শারীরিক বা মানসিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 


লক্ষণ ও উপসর্গ 

  • থাইরয়েডের সাধারণ লক্ষণ হলো ক্লান্তি। থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি জোগান দেয়। আপনি যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, তাহলে শক্তি পাবেন না। অতিরিক্ত ক্লান্তবোধ করলে সতর্ক থাকুন। 
  • ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া কিংব কমে যাওয়া থাইরয়েডের লক্ষণ হতে পারে। 
  • আপনার যদি ঘন ঘন ঠান্ডা লাগে, বেশি বেশি শীত লাগে তাহলে সচেতন হোন। অতিরিক্ত ঠান্ডা লাগাও থাইরয়েডের লক্ষণ। 
  • আপনি যদি পেশি ও জয়েন্টে ব্যথা, দুর্বলতা অনুভব করেন, তাহলেও চিকিৎসকের পরামর্শ নিন। বিপাকের সমস্যার কারণে পেশি ও জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে। আর এ কারণে পেশি ও জয়েন্ট দুর্বল হয়ে যেতে পারে।
  •  প্রতিদিন চুল পড়বে এটা স্বাভাবিক। কিন্তু থাইরয়েডের সমস্যা হলে আপনার চুল পড়া আগের তুলনায় অনেক বেড়ে যাবে। চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই থাইরয়েডজনিত সমস্যা দায়ী।
  • বিভিন্ন সমীক্ষা বলছে, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তারা অবসাদে ভোগেন। 
  •  কোনোকিছুতে মনোযোগ দিতে না পারা, সহজেই কোন কথা ভুলে যাওয়া থাইরয়েডের অন্যতম লক্ষণ। 
  • থাইরয়েডের সমস্যা হলে গলার স্বরের পরিবর্তন হতে পারে। এমনকি গাল ও মুখ ফুলে যেতে পারে। 
  • থাইরয়েডের সমস্যা দেখা দিলে নারীদের মিন্সট্রুয়াল সাইকেল পরিবর্তিত হতে পারে। 

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।

No comments

Powered by Blogger.