Adsterra

ভারতে পালানোর চেষ্টাকালে কুমিল্লায় মাদারীপুর জেলা আ’লীগের সভাপতি আটক

ভারতে পালানোর চেষ্টাকালে কুমিল্লায় মাদারীপুর জেলা আলীগের সভাপতি আটক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla n

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে। আজ সোমবার বিজিবির একটি টহল দল আটক করে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। 


কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন আজ সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকায় সোমবার দুপুরে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এসময় ওই এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। বিজিবির জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তি তার নাম শাহাবুদ্দিন মোল্লা এবং তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বলে পরিচয় দেন। তিনি দালালের সহায়তা নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে ওই এলাকায় ঘোরাঘুরি করেছিলেন বলে জানান।


সন্ধ্যা সাড়ে ৬টায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম সমকালকে জানান, বিজিবি শাহাবুদ্দিন মোল্লাকে আটকের পর বিকেলে থানায় হস্তান্তর করে। তাকে মাদারীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


No comments

Powered by Blogger.