Adsterra

হাদিসে বর্ণিত কয়েকটি উত্তম কাজ

হাদিসে বর্ণিত কয়েকটি উত্তম কাজ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

অসহায়ের জন্য খরচ করা : হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ওপরের হাত উত্তম নিচের হাত থেকে। ওপরের হাত হলো খরচকারী হাত আর নিচের হাত হলো গ্রহণকারী হাত।’ ( সহিহ বুখারি)


অন্যকে খাবার খাওয়ানো : হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি হজরত রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বললেন, আহার করানো এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। (সহিহ বুখারি)


চরিত্র সুন্দর করা : সুন্দর চরিত্র হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) অশ্লীলভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে সুন্দর। (সহিহ বুখারি)


বিবাদ মীমাংসা করা : হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি এমনভাবে সম্পর্কচ্ছেদ করে থাকা বৈধ নয় যে, তাদের দুজনের দেখা-সাক্ষাৎ হলেও একজন একদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, যে প্রথম সালাম প্রদান করবে।’ (সহিহ বুখারি)


পরিবারের সঙ্গে ভালো আচরণ করা : হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে, যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম।’ (জামে তিরমিজি)

No comments

Powered by Blogger.