Adsterra

‘আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি’- সাদিয়া জাহান প্রভা

আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি, প্রভা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জীবনের অনেকটা সময় নানান চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন। বর্তমানে অভিনয়েও অনিয়মিত তিনি।


কিছুদিন আগে এক গায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হলেও সেই গায়কও এখন বিবাহিত। তবে সেসব এখন অতীত। প্রভা চলছেন আপন খেয়ালে। অভিনয়ে না দেখা গেলেও সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন এই সুন্দরী।


প্রভার কথায়, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে এবং আমাদের এতে কিছুই করার নেই। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’


এই অভিনেত্রী তার স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’


সবশেষ প্রভা লিখেছেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’


অভিনেত্রী প্রভা নিজেকে সব সময় লুকিয়ে রাখতে পছন্দ করেন। একটা সময় নীরবে কাজ করে গেছেন। সেসময় সংবাদ মাধ্যম থেকেও নিজেকে আড়ালে রাখতেন।

No comments

Powered by Blogger.