Adsterra

পিছিয়ে থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

পিছিয়ে থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

আজ ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ভারত। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৩৯ রান যোগ করতেই হারিয়ে বসে বাকি ৪ উইকেট। ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে নিজেরা ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।


ফলে ২২৭ রানের লিড পায় স্বাগতিকরা। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে সেই লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। পরে ২৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে তারা। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড পেয়েছে ভারত। ফলে চাপের মধ্যে থেকেই আগামীকাল তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ দল। রোহিত শর্মাকে (৫) তৃতীয় ওভারেই ফেরান তাসকিন আহমেদ। আগের ইনিংসে অর্ধশতক করা যশস্বী জয়সোয়াল (১০) এবার থিতু হতে পারেননি। সপ্তম ওভারে নাহিদ রানার বলে আউট হন তিনি। কিন্তু শুবমান গিল অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকেন, দিন শেষে তিনি অপরাজিত ৩৩ রানে।

বিরাট কোহলি অবশ্য দেখেশুনেই খেলছিলেন। তবে দিন শেষের কিছুক্ষণ আগে মিরাজের বলে এলবিডাব্লিউ হন ব্যক্তিগত ১৭ রান করে। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখাচ্ছিল, রিভিউ নিলে বেঁচে যেতেন কোহলি। কারণ, বল ব্যাটের কানায় লেগেছিল।

রিশভ পন্ত এসে সাকিবের পরপর দুই বলে একটা চার আর ছক্কা নিয়ে দিন শেষ হওয়ার আগে করে ফেলেন ১২ রান।


No comments

Powered by Blogger.