Adsterra

পর্দার হাসিনা কোথায় আছেন

পর্দার হাসিনা কোথায় আছেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা। এটাই তার করা শেষ ছবি।


নুসরাতকে চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে।  এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা? তবে তাকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকে!


সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে তাকে। ‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব...’ কথার গানটি যেন কোনো সিনেমার আইটেম গান! গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত।’


তার সঙ্গে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, ‘দেশের বাইরে আছি, ভালো আছি। মাসখানেকের বেশি বিদেশে বেড়াতে এসেছি।’

 

No comments

Powered by Blogger.