Adsterra

সব ব্যাপারেই নাক গলায় স্ত্রীর মা? শাশুড়িকে নিজের সংসার থেকে 'নিরাপদ দূরত্বে' রাখুন এই ৫ উপায়ে

সব ব্যাপারেই নাক গলায় স্ত্রীর মা,  শাশুড়িকে নিজের সংসার থেকে নিরাপদ দূরত্বে রাখুন এই ৫ উপায়ে,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, To

তবে বহু ক্ষেত্রেই দেখা যায় যে, স্ত্রীর মা আপনাদের সব বিষয়েই কথা বলছেন। কী খাবেন, কী পরবেন থেকে শুরু করে যাবতীয় বিষয়ে তিনি নিজের মত পেশ করতে পারেন। মনে রাখবেন, এই ব্যবহার সহ্য করলে আদতে জীবনে জটিলতা তৈরি হতে পারে।


অভিভাবকরা আমাদের ভালোর জন্য চিন্তা করতেই পারেন। তবে সেই কাজটি করতে গিয়ে ঘরের সব বিষয়ে মতামত প্রকাশ করলে একটা সময়ে বিরক্তি আসবেই। তাই এই সমস্যার দ্রুত সমাধান করা জরুরি।


তবে পুরুষেরা সাধারণত ঘরের এই সমস্ত বিষয় নিয়ে একবারেই কথা বলতে চান না। তাই দেখা দেয় সমস্যা। তবে এখন আর হাত গুটিয়ে বসে থাকবেন না। বরং এই পদ্ধতিতেই সমস্যা দূর করুন-


​১. মনের কথা যেন মনেই না রয়ে যায়​

আপনি যে শাশুড়ির এই ব্যবহার পছন্দ করছেন না, তা কিন্তু সবসময়ই মুখ খুলে প্রকাশ করতে হবে। বুঝতে পারছি, শাশুড়িকে সরাসরি কথাটা বলতে পারছেন না। তবে স্ত্রীকে তো বলতে পারেন। স্ত্রীকে বলতে পারলেই দেখবেন আপনার মন কিছুটা হলেও হালকা হয়ে যাবে। এমনকী তাঁকে নিজের মায়ের সঙ্গে কথা বলতে বলুন। দেখবেন শীঘ্রই সব ঠিক হয়ে যাচ্ছে।


২. স্ত্রীকে নিজের দলে টানুন​

এই খেলায় আপনি ততদিন জিততে পারবেন না, যতদিন না পর্যন্ত স্ত্রী এই বিষয়ে মুখ খোলেন। স্ত্রী যদি মায়ের এই ব্যবহার পছন্দ করেন, তাহলে তো আপনার সব আশা শেষ। আপনার জীবন অসহ্য হয়ে উঠতে পারে। তাই বারবার কারণে-অকারণে শাশুড়ির এই বক্তব্যগুলি নিয়ে স্ত্রীর কাছে অনীহা প্রকাশ করুন। যুক্তি দিয়ে কথা বলুন। আপনি এই কাজটুকু করতে পারলেই দেখবেন যুদ্ধে জয় এসেছে।


৩. শাশুড়ির মন জয়

আপনাকে শাশুড়ির মন জয় করতে হবে। আপনি শাশুড়িকে তোল্লাই দিয়ে চলতে পারেন। তাঁর বিশ্বাস অর্জন করার জন্য যা যা করা দরকার করুন। আশা করছি তিনি আপনার উপর সহজেই ভরসা করে উঠতে পারবেন। তারপর সুযোগ বুঝে নিজের মনের কথা তাঁকে বলে ফেলুন। বুঝিয়ে বলবেন কিন্তু, না হলে ফিরতে বলে বোল্ড হয়ে যেতে পারেন। তাই প্রথম থেকেই এই দিকটায় নজর রাখার চেষ্টা করুন।


​৪. কিছু মানবেন, কিছু নয়

আপনি সরাসরি তাঁকে বলতে পারছেন না? আর সুযোগে তিনি উপদেশের বন্যা বইয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় শাশুড়ির সব কথা না মানার চেষ্টা করুন। তিনি ৫টি উপদেশ দিলে ১টি মানুন। বাদবাকি ৪টি মানবেন না। এমনটা কয়েকবার করলেই আপনি তারমধ্যে অবশ্যই পরিবর্তন দেখতে পারবেন। কারণ তিনিও বুঝতে পারবেন যে আপনাকে বলেও কাজ হবে না।


৫. কথা বলতে পারেন

উপরের সমস্ত টিপস ফেল করে গেলে অগত্যা কথা বলতেই হবে শাশুড়ির সঙ্গে। সরাসরি কথা পেড়ে ফেলুন। আপনি যে সব ব্যাপারে তাঁর পরামর্শ মেনে নেবেন না, এটা বুঝিয়ে বলতে হবে। একবার তিনি বুঝে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই কাজটা করার আগে নিজেকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি করে নিন।


No comments

Powered by Blogger.