ছিদ্রযুক্ত বোতল ঘোরানোর ট্রেন্ড, রয়েছে ফিজিক্সের কারসাজি
আজকাল ট্রেন্ড হয়ে উঠেছে রোজকার খাবারের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একেক সময় একেক ট্রেন্ড রাজত্ব চালায়। আর তাতে গা ভাসান দেশ-বিদেশের অসংখ্য মানুষ। একই সময়ে বড় সংখ্যক মানুষ যখন একই কাজ করেন তখন তাকে ট্রেন্ড বলা হয়। প্রযুক্তির এ যুগে ট্রেন্ড ছড়ানোর বড় মাধ্যম টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
ফেসবুকে রিলস বা টিকটকে ইদানীং চোখে বোলালেই দেখবেন পানির ছাতার রোমান্টিক সব ভিডিও। প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে দম্পতিরা এমন ভিডিও করছেন। নারী সঙ্গী তার পুরুষ সঙ্গীর কোলে চড়ে ঘুরছেন আর হাতে থাকা বোতলে চাপ প্রয়োগ করছেন। বোতল থেকে অসংখ্য পানির সরু ধারা বেরিয়ে ছাতার আকার নিচ্ছে। হঠাৎ করে দেখলে মনে হয় পানি দিয়ে তৈরি ছাতা কাপলরা তুলে ধরেছেন মাথার ওপর।
এমন ভিডিও দেখে অভিভূত হচ্ছেন নেটাগরিকরা। কেউ কেউ নিজের সঙ্গীর সঙ্গে বানাচ্ছেন একই ধরনের ভিডিও। কেউবা চেষ্টা করে হচ্ছেন ব্যর্থ। জানেন কি, বোতল ছিদ্র করে পানির ছাতা তৈরি করার পেছনের আসল কারিগর পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স। আসলে এই কাজটির পেছনে রয়েছে ঘূর্ণন গতি ও কৌণিক ত্বরণ।
ঘূর্ণন গতি কী?
যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। এই ভিডিওতে খেয়াল করে দেখবেন বোতলকে কেন্দ্র করে সব পানির রেখাগুলো সমান দূরত্বে ঘুরছে।
কৌণিক ত্বরণ কী?
চিরায়ত বলবিদ্যায় কৌণিক ত্বরণ (Angular acceleration) সময়ের সাথে কোনো অক্ষের চতুর্দিকে ঘূর্নায়মান কোনো বস্তুর বা বিন্দুর কৌণিক বেগের পরিবর্তনের হার। এসআই পদ্ধতিতে কৌণিক ত্বরণকে রেডিয়ান প্রতি বর্গসেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। এটিকে গ্রীক বর্ণ আলফা (α) দ্বারা প্রকাশ করা হয়।
মূলত পদার্থবিজ্ঞানের এই দুটো বিষয়কে কাজে লাগানোর মাধ্যমেই ছিদ্র করা বোতল হাতে ঘুরলে এমন ছাতার মতো পানির রেখা বের হয়।
ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই
বোতল ছিদ্র করার বিশেষ কায়দা
যেকোনোভাবে বোতল ছিদ্র করলেই কিন্তু চলবে না। কাজটি করতে হবে নিয়ম মেনে। এজন্য পাতলা একটি প্লাস্টিকের পানির বোতল নিন। এবার একটি সূচ বা তীক্ষ্ণ ছোট কোনো লোহার জিনিস নিন। এটি গরম করে নির্দিষ্ট গুরুত্ব পরপর বোতলের উপরিভাগ ছিদ্র করুন। একই নিয়মে ঢাকনাটিও ছিদ্র করুন। এবার বোতলে পানি ভরে নিচের অংশে চাপ দিলেই ওপরে পানির ছাতা সৃষ্টি হবে।
ক্যামেরার কারসাজি
ছিদ্র করা বোতল চাপলে পানি এত দ্রুত বের হবে যে তাতে আসলে ছাতা বোঝা দুষ্কর। তাহলে ভিডিওতে কীভাবে এমনটা দেখায়? মূলত এখানে রয়েছে ক্যামেরার কারসাজি। এমন ভিডিও করতে চাইলে ক্যামেরা স্লো মোশন মোডে রাখতে হবে। আর যদি সেই অপশন আপনার ফোনে না থাকে তাহলে ইনশট বা এমন কোনো অ্যাপের মাধ্যমে সাধারণ ভিডিওকে স্লো মোশনে কনভার্ট করে নিতে পারেন।
কেমন আলো প্রয়োজন?
এমন ভিডিওর জন্য আলোর ব্যাপারটিও গুরুত্বপূর্ণ। যেহেতু পানির কোনো রঙ নেই তাই বেশি আলোতে এটি দেখা যাবে না। এজন্য এমন ভিডিও করতে চাইলে কম আলো যুক্ত স্থান বেছে নিন। ভালো হয় যদি রাতের আঁধারে স্বল্প আলোয় ভিডিও করেন। তাহলে পানির রেখাগুলো বেশ উজ্জ্বল দেখাবে আর সৌন্দর্য বাড়বে আপনার ভিডিওর।
তাহলে আর দেরি কেন? সঙ্গীকে নিয়ে আজই বানিয়ে ফেলুন এমন একটি ভিডিও আর অংশ হোন ট্রেন্ডের। সিঙ্গেল হলেও সমস্যা নেই। একাই ছিদ্রযুক্ত বোতল ঘুরিয়ে আনন্দে মেতে উঠতে পারেন।
No comments