Adsterra

তমার সঙ্গে রায়হান রাফীর সেই সম্পর্কটা নেই

তমার সঙ্গে রায়হান রাফীর সেই সম্পর্কটা নেই, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

তমা মির্জার সঙ্গে প্রেম নেই রায়হান রাফীর।  সম্প্রতি এক সাক্ষাৎকারে তমার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাফী বলেছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। 

 

এক্লটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপক নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরও অধিকতর মধুর নাকি তিক্ততা সৃষ্টি হয়েছে? জবাবে রাফী বলেন, ‘তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের সম্পর্কটা। তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।’

গান চুরির অভিযোগ, মাইলি সাইরাসের বিরুদ্ধে মামলাগান চুরির অভিযোগ, মাইলি সাইরাসের বিরুদ্ধে মামলা


তাহলে কী আপনাদের প্রেম ছিল না? রাফী বললেন, ‘আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।’

 

তবে এই দুই তারকার ঘনিষ্ঠজন সূত্রের খবর, রাফী-তমার মাঝে প্রেমটা এখন আর নেই। একসময়ে দু’জন একসঙ্গে প্রচুর সময় কাটালেও এখন সেসব চিত্রেরও আর দেখা মেলে না। দু’জন নিজেদের মতো করেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। 

তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবিটি কাল হয়ে দাঁড়ায়: ওমর সানীতারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবিটি কাল হয়ে দাঁড়ায়: ওমর সানী

 

যদিও মাসখানেক আগেই অভিনেত্রীর জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করে রাফী বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদযাপন করো।’

 

রাফীর এই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’

 

রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

No comments

Powered by Blogger.