মোহাম্মদপুর থানা ছাত্রলীগ সভাপতি আটক
রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে আটক করেছে র্যাব। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র্যাব–২।
রাত সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ইফতেখার হাসান বলেন, রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তবে তাঁকে কোন এলাকা থেকে আটক করেছে র্যাব সে বিষয়টি জানায়নি। আমরা র্যাবকে অনুরোধ করেছিলাম তাঁকে আটকের বিষয়ে সহযোগিতা করতে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতা হত্যায় নাঈমুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বেশ কয়েকটি থানায় মামলা রয়েছে।
No comments