Adsterra

হামাসপ্রধানকে সুযোগ পেয়েও যে কারণে হত্যা করেনি ইসরায়েল

হামাসপ্রধানকে সুযোগ পেয়েও যে কারণে হত্যা করেনি ইসরায়েল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglades

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ দাবি করেছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সুযোগ পেয়েছিল। কিন্তু তারপরও তাঁকে হত্যা করেনি। ইসরায়েলের আশঙ্কা ছিল, এতে হামাসের হাতে থাকা জিম্মিদের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে। 


ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট চ্যানেল-১২–এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। চ্যানেল-১২ গতকাল রোববার এক প্রতিবেদনে এই দাবি করে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গোয়েন্দা পেয়েছিল যা, দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সিনওয়ারকে হত্যা করার একটি অনন্য সুযোগ দিয়েছিল। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এ ধরনের অপারেশন খুব ঝুঁকিপূর্ণ হবে। কারণ, হামাসের শীর্ষ যেখানে অবস্থান করছিলেন, সেখানেই ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে। 


সম্প্রচারমাধ্যমটির দাবি, ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর গোষ্ঠীটির শীর্ষ নেতা নির্বাচিত হন ইয়াহিয়া সিনওয়ার। এর পর থেকেই গাজায় হামাসের টানেল নেটওয়ার্কে লুকিয়ে আছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনওয়ার নিজেকে জিম্মিদের দিয়ে ঘিরে রেখেছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছেন যাতে ইসরায়েল তাঁর ক্ষতি না করে। 


সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যম আল-অ্যারাবিয়া গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার বিষয়টি জানার পর গাজা উপত্যকায় স্থানান্তরিত হয়েছেন। তবে গাজায় তিনি ঠিক কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সম্প্রচারমাধ্যমটি। 


বিগত সপ্তাহগুলোতে গুজব ছড়িয়ে পড়েছিল, ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। কিন্তু আইডিএফ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত বিশ্বাস করে, সিনওয়ার এখনো বেঁচে আছেন।

No comments

Powered by Blogger.