Adsterra

তুমি আমি মিলে । সুমাইয়া রিমি

সুমাইয়া রিমি, তুমি আমি মিলে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh new


তুমি ভালোবাসো বেদনার নীল 

আমি ভালোবাসি আধারের কালো, 

তুমি আমি মিলে তবুও রঙিন 

জানিনা কে এতো রঙ ছড়ালো! 


তুমি ভালোবাসো স্নিগ্ধ বকুল 

আমি ভালোবাসি কাঠগোলাপ, 

ফুলের মতোই নিষ্পাপ তুমি 

আমার ভেতর অজস্র পাপ। 


তুমি ভালোবাসো খুব কোলাহল 

আমি ভালোবাসি নির্জনতা, 

স্বভাবে আমি অন্তর্মুখী 

তোমার ভেতর অজস্র কথা।


তুমি ভালোবাসো গ্রীষ্মের উত্তাপ 

আমি ভালোবাসি শীতের সকাল,

আমাদের প্রেম তবু অক্ষত 

খুনসুটিময় প্রতিটি বিকাল। 


তুমি ভালোবাসো শৈল্পিক নৃত্য 

আমি ভালোবাসি কবিতা, 

আমাতেই তবু মজে থাকো তুমি 

আমিই তোমার দয়িতা। 


তুমি মানেই কথার মিছিল 

আমি একজন মুগ্ধ শ্রোতা, 

কবিতায় তাই তুমি মুখ্য 

ছড়িয়েছো যেন মাদকতা। 


তুমি ভালোবাসো আলোর শহর 

আমি ভালোবাসি ঘন তমসা, 

তবু আমাদের ঘটুক মিলন 

সাথে থেকো তুমি, হও ভরসা। 


No comments

Powered by Blogger.