Adsterra

রাফির ব্ল্যাক মানিতে তিশার নাম

রাফির ব্ল্যাক মানিতে তিশার নাম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

‘তুফান’ পরিচালক রায়হান রাফি বরাবরই ভিন্নধর্মী কাজের জন্য দর্শকপ্রিয়। এবার এই পরিচালক নির্মাণ করতে যাচ্ছেন নতুন ওয়েব সিরিজ। সিরিজের নাম ‘ব্ল্যাক মানি’। যেটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্লাটফর্ম বঙ্গ।


আর সিরিজটিতে নাম লিখিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এর মাধ্যমে প্রথমবার রাফির সঙ্গে কাজ করতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে। 

সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সিরিজটির সঙ্গে সংশ্লিষ্টরা। সূত্রের খবর অনুসারে, এরই মধ্যে একাধিক মিটিং সেরেছেন রাফি ও তিশা।


মৌখিকভাবে প্রায় সব কিছুই চূড়ান্ত। দুই একদিনের মধ্যে আনুষ্ঠিক ঘোষণাও আসবে।

বঙ্গের প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, ব্ল্যাক মানি শুটিং শুরু হবে দ্রুতই। আমরা অফিসিয়ালি সব কিছু জানাব।


তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না। তানজিন তিশা করছেন না জানতে চাইলেও এড়িয়ে যান তিনি। তবে জানা গেছে চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে শুটিং শুরু হবে ‘ব্ল্যাক মানি’র। এতে মূখ্য চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। শিগগিরই তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে।


এর আগে ‘ব্ল্যাক মানি’ রাফি প্রসঙ্গে জানিয়েছিল, সিরিজটি দিয়ে বঙ্গর সাথে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন ধরণের এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

No comments

Powered by Blogger.