হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারও নিহত !
হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। আজ বৃহস্পতিবার বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যা করা হয়। এরপর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে গোষ্ঠীটি। এবার তাকেও হত্যার গুঞ্জন উঠেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএও পরীক্ষা করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিযানের এলাকায় কোনও জিম্মি উপস্থিত ছিলেন না।
আরো পড়ুন - "কে এই ইয়াহিয়া সিনওয়ার"
No comments