Adsterra

ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে এবার লালমনিরহাটে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন

ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে এবার লালমনিরহাটে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News,


সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমের (উর্মি) বিরুদ্ধে এবার লালমনিরহাটে মানহানি ও রাষ্ট্রদ্রোহের এজহার দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর থানায় এজহার দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহিয়াতুল হাবিব মৃদুল।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

                ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

তিনি এজাহারে উল্লেখ করেন, ‌‘আসামি তাপসী তাবাসসুম ঊর্মি একজন সরকারি কর্মকর্তা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। সরকার প্রধানকে নিয়ে বাজে মন্তব্য করে তা ফেসবুকে ছেড়ে দিয়ে সরকার প্রধানের সম্মানহানী করা করেছেন।’

এজহারকারী তাহিয়াতুল হাবিব মৃদুল বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাপসী তাবাসসুম ঊর্মি, তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু এলোমেলো বক্তব্য দিয়েছেন। যে ওনি করতে পারেন না।’


তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছেন। এতে রাষ্ট্রদ্রোহিতা এবং মানহানিমূলক অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে এজহার দায়ের করেছি। দেশের একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি এ কাজটি করেছি ‘

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, সচেতন নাগরিক হিসেবে তাহিয়াতুল হাবিব মৃদুল বিতর্কিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে উর্মি বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহিতা ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২–এর আদালতে মামলাটি করেন শওকাত হোসেন নামের এক ব্যক্তি।

আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এ মামলা করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, গত ৫ অক্টোবর উর্মি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সব শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেছেন। যা তিনি রাষ্ট্রদ্রোহির অপরাধ করেছেন।

No comments

Powered by Blogger.