মাস্টার্সের জন্য আয়ারল্যান্ডে আসার পূর্ব প্রস্তুতি
মাস্টার্সের জন্য আয়ারল্যান্ডে আসার পূর্ব প্রস্তুতি সম্পর্কে কিছু টিপস শেয়ার করছেন সাদিয়া ইসলাম ইরা।
এই যাত্রায় আপনাকে বেশ সময় হাতে নিয়ে নামতে হবে।
১ম ধাপ : আপনি যদি আইএলটিএস করেন তবে আপনার স্কোর লাগবে ওভারঅল ৬.৫ এবং প্রতি ব্যান্ডে নূন্যতম ৬।
অথবা, আপনি যদি ডুওলিংগো দিতে চান তবে আপনার ওভার অল প্রয়োজন ১২০ এবং প্রতি ব্যান্ডে ১১০।
নোট : সময় হাতে বেশি থাকলে , আইএলটিএস দিলে বেশ ভালো হয়। কারন, ডুওলিংগো তে ফলাফল অনেকবার ইনভ্যালিড আসতে পারে । বারবার ইনভ্যালিড হলেও, যদিও খুব কম সময়ে (৪৮ ঘন্টা ) ফলাফল দিয়ে দেয়, এই জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্টের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয় না । আসলে ওদের নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে পরীক্ষা দিতে পারলে, খুব দ্রুত ফলাফল আসার সম্ভাবনা থাকে।
২য় ধাপ : আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা বের করবেন এরপর যে সব বিশ্ববিদ্যালয়গুলো পছন্দের তালিকায় আছে সেগুলোতে নিজে অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। অফার লেটার পেতে সময় লাগবে ১ মাস ধরে রাখেন। ( যারা পূর্বে কোনো মাস্টার্স করে নি , তাদেরকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি মাস্টার্সে ভর্তি নিচ্ছে না। এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমে ডিপ্লোমা করতে হবে এরপর মাস্টার্স করার সুযোগ পাবে। কিন্তু, এখনও কিছু ভার্সিটি আছে যেখানে সরাসরি মাস্টার্স করার সুযোগ আছে।)
আরও পড়ুন ঃ বুকে জ্বালাপোড়া দূর করার উপায়
৩য় ধাপ : এবার শেষ ধাপ হচ্ছে একটি বিশ্বাসযোগ্য এজেন্সি ধরে তার মাধ্যমে ভিসার জন্য আবেদন করবেন। বাংলাদেশে আয়ারল্যান্ডের কোনো এম্বাসি নেই। ইন্ডিয়াতে এজেন্সির মাধ্যমে আপনি ভিসার পেপারসগুলো পাঠাতে পারবেন। ভিসার জন্য আবেদনের পূর্বে আপনাকে ৬ মাস আগে থেকে ব্যাংকে, পড়ালেখা ও বসবাসের খরচ বাবদ টাকা দেখাতে হবে।
দরকারি কাগজপত্রসমূহ - পুলিশ ক্লিয়ারেন্স, সকল অরি জিনাল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজের কোনো সার্টিফিকেট থাকলে সেটিও দিতে ভুলবেন না । সাথে লাগবে পাসপোর্ট ও ইউকে সাইজের ২ কপি ছবি । করে ফেলতে হবে আয়ারল্যান্ডে র একটি হেলথ ইন্সুইন্সুরেন্স। সব কাগজপত্রসমূহ জমা দেওয়ার পর ভিসার ফলাফল দিয়ে থাকে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ।
লেখক - সাদিয়া ইসলাম ইরা।
এমএসসি, নেটওয়ার্ক এন্ড ইনফরমেশন সিকিউরিটি,
গ্রিফিথ কলেজ লিমেরিক, আয়ারল্যান্ড।
No comments