চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ফেরার পথে ছাত্রদল ও যুবদলের ৫ নেতাকর্মী হামলার শিকার হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার এলজিইডি ভবনের সামনে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। তারা সবাই দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
আহতরা হলেন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ (৩৪), দামুড়হুদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জনি (৩৫), দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ও যুবদল নেতা জিয়াউর রহমান (৪০), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন (৩৫), পীরপুরকুল্লা গ্রামের যুবদল কর্মী সেলিম মিয়া (৩৫)।
আহতরা জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে যোগ দিতে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরে এসেছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। র্যালি শেষে বাড়িতে ফেরার পথে হাটকালুগঞ্জ এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর মধ্যে দুজনকে কুপিয়ে ও বাকি তিনজনকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গুরুতর দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments