প্রেমিকার এসব লক্ষণেই বুঝবেন তিনি অন্য পুরুষকে মন দিয়েছেন
মনের মানুষের মন বোঝা মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ে। কার মনে যে কখন কী চলে তা কী আর পুরোটা জানা যায়! তার ওপর মানুষ বদলাতেও সময় নেয় না। আজ এর জন্য হৃদয় কাঁপে তো কাল অন্য কারোর জন্য।
হঠাৎ করেই কি প্রেমিকার আচরণে পরিবর্তন এসেছে? ভালোবাসা ফ্যাঁকাসে হয়ে গেছে? আসলে তিনি অন্য কাউকে মন দিয়ে বসেননি তো? তার কিছু লক্ষণে পাবেন আগাম সতর্কবার্তা। চলুন জেনে নিই বিস্তারিত-
বদলে গেছে রুটিন
আপনার প্রেমিকার রুটিন কি হঠাৎ করেই বদলে গেছ? আগে তিনি যে সময়ে কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসে যেতেন এখন তার চেয়ে আগে বা পরে বের হচ্ছেন? এ বিষয়ে প্রশ্ন করলেও মিলছে না সদুত্তর? যদি সবগুলো প্রশ্নের উত্তরই হ্যাঁ হয় তাহলে সাবধান হোন। রোজকার রুটিনের পরিবর্তনের পেছনে থাকতে পারে অন্য কোনো কারণ।
আপনার কথার গুরুত্ব নেই
জীবনের ছোট-বড় সিদ্ধান্তগুলো নেওয়ার আগে প্রেমিকা আপনার সঙ্গে কথা বলতেন, আলোচনা করতেন। কিন্তু এখন আর আপনার কোনো কথাতেই গুরুত্ব দিচ্ছেন না। আপনি কিছু বললেও উড়িয়ে দিচ্ছেন। পরিস্থিতি এমন হলে সতর্ক হতে হবে। বুঝতে চেষ্টা করুন তার মনে অন্য কিছু চলছে কিনা। নয়তো সব হাতের বাইরে চলে যেতে পারে অচিরেই। তখন আর শত চেষ্টায়ও লাভ হবে না।
দেখা করতে দ্বিধা
সম্পর্ক চলাকালীন একজন আরেকজনের সঙ্গে দেখা করতে মুখিয়ে থাকবেন, এমনটাই স্বাভাবিক। ভালোবাসার মানুষকে কাছে পেতে কে না চায়। সম্পর্ক মজবুত করতে দেখাসাক্ষাৎ করাটা জরুরি। নাহয় ধীরে ধীরে একে অন্যের থেকে দূরে চলে যাবেন। হঠাৎ করেই যদি প্রেমিকা সাক্ষাৎ বন্ধ করে দেয়, নানা অজুহাতে এড়িয়ে চলে তাহলে সতর্ক হোন। তার মন অন্য কোথাও মজেছে কিনা খোঁজ করুন।
সোশ্যাল মিডিয়ায় হঠাৎই বেশি অ্যাক্টিভ
আজকাল সবাই ই কম-বেশি সবাই ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এতে সমস্যার কিছু নেই। কিন্তু হঠাৎ করেই যদি আপনার প্রেমিকার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে একটু চোখ কান খোলা রাখুন। তিনি যদি ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রামে সময় দেন, তাহলে সতর্ক হতে হবে। কী নিয়ে এতো ব্যস্ততা তা জানতে চেষ্টা করুন।
তবে এমন লক্ষণ দেখা দেওয়ার মানেই যে তিনি অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। তাই প্রথমেই তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনবেন না। তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে সরাসরি কথা বলুন। তার জীবনে অন্য পুরুষের আগমন ঘটলে আলোচনা করে সিদ্ধান্ত নিন। আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নেবেন না।
No comments