Adsterra

সবচেয়ে কম বয়সে বিশ্বের শীর্ষ ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড নেপালি শেরপার

সবচেয়ে কম বয়সে বিশ্বের শীর্ষ ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড নেপালি শেরপার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla

নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।

নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয় ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর পাঁচ মাস বয়সে ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখাল সে। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ছয়টা পাঁচ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছে সে।’

তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তার এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।

সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।

এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।


নেপালের ডিপার্টমেন্ট অব টুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।


এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত-চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।



No comments

Powered by Blogger.