Adsterra

নারীদের যেসব কাজে ক্যানসারের ঝুঁকি বাড়ায়

নারীদের যেসব কাজে ক্যানসারের ঝুঁকি বাড়ায়, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh new

খুব আশ্চর্য হওয়ার মতোই কিছু তথ্য উঠে এসেছে এক গবেষণায়। কিছু পেশা আছে যেগুলোর সঙ্গে যুক্ত নারীদের ডিম্বাশয়ে ক্যানসারের ঝুঁকি রয়েছে। অর্থাৎ এই নারীদের ডিম্বাশয় আক্রান্ত হতে পারে ক্যানসার দ্বারা। সম্প্রতি এমনই ভয়াবহ কিছু তথ্য উঠে এসেছে। 


কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা এ গবেষণা চালিয়েছেন। তারা ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত ৪৯১ জন নারীর তথ্যের সঙ্গে ৮৯৭ জন সুস্থ নারীর তথ্য তুলনা করেছেন। হেয়ারড্রেসিং, বিপণন, কাপড় সেলাইয়ের কাজে কসমেটিক ট্যাল্ক, অ্যামোনিয়া, হাইড্রোজেন পারক্সাইড, সিন্থেটিক ফাইবার, পলিস্টার ফাইবার, জৈব রং, রঙ্গক এবং ব্লিচ-সহ বেশ কয়েকটি বিষাক্ত উপাদানের নমুনা পেয়েছেন তারা। বিএমজে জার্নাল অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিনে প্রকাশিত গবেষণায় জানা গেছে, হেয়ারড্রেসার, বিউটিশিয়ান এবং হিসাবরক্ষকদের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। তারা যে পরিবেশের মধ্যে কাজ করেন, সেটাই তাদের মধ্যে বাড়াচ্ছে ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

হেয়ারড্রেসার, বিউটিশিয়ান হিসেবে কাজ করা নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি অন্য সব পেশায় যুক্ত নারীদের থেকে তিনগুণ বেশি। দশ বছর ধরে হিসাবরক্ষক হিসেবে কাজ করা নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ এবং নারী নির্মাণ শ্রমিকদের প্রায় তিনগুণ বলে জানিয়েছেন গবেষকরা। বিপণনের কাজে যুক্ত নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি ৪৫ শতাংশ এবং পোশাক শিল্পের সঙ্গে যুক্ত নারীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের শিক্ষাবিদরা জানান, পেশাগত ক্যানসারের গবেষণা এতদিন নারীদের বাদ দিয়েই করা হতো। বর্তমানে নারীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকির ব্যাপারটি নিয়ে অধ্যয়ন করা হচ্ছে। এটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।এছাড়াও এই গবেষণায় দেখা গিয়েছে, যারা খুব বেশি শিক্ষিত নন, যারা গর্ভনিরোধক ওষুধ খান, যারা ক্যানসার সম্পর্কে সচেতন নন, তাদের মধ্যেও এই রোগের ঝুঁকি রয়েছে।


গবেষকরা বলছেন, ২০১০ থেকে ২০১৬ এই ছ’বছরে ১৮ থেকে ৭৯ বছর বয়সি নারীদের মধ্যে করা সমীক্ষা শেষে দেখা গেছে, প্রায় ৫০০ জন নারীর সঙ্গে গবেষকদের করা সমীক্ষার ফল মিলে যাচ্ছে।


কেউ কেউ বলছেন, দশ বছর বা তার বেশি সময় ধরে রূপচর্চার সঙ্গে যুক্ত নারীদের এই ক্যানসারে আক্রান্তের আশঙ্কা বেশি। পাশাপাশি, যারা ওই একই সময়কাল ধরে হিসাবরক্ষকের কাজ করেছেন, তাদের এই আশঙ্কা দ্বিগুণ। তবে আক্রান্ত হলে ভীতিপ্রদ ও অবহেলা না করে বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা ও প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


No comments

Powered by Blogger.