Adsterra

বিগ বস ১৮ র জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান

বিগ বস ১৮ র জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh n


ছোটপর্দাতেও অসম্ভব জনপ্রিয় সালমান খান। টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) হাতের মুঠোয় রাখতে কালার্স চ্যানেলের ‘বিগ বস’ সালমান ছাড়া অসম্পূর্ণ-তা অনায়াসে বলাই যায়। রোববার টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস’র ১৮ নম্বর মরশুমের গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে। এই সিজনের জন্য নাকি নির্মাতাদের কাছে মোটা পারিশ্রমিক হাঁকিয়েছেন ভাইজান।


সালমান খানের পারিশ্রমিক শুনলে হতবাক অনেকেই! অংশীদারি না থাকলে একটা সিনেমা থেকে বলিউডের কোনও তারকা এত মোটা টাকা পারিশ্রমিক পান না। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তবুও কয়েকটা সিনেমার বাজেট এই অঙ্কে পৌঁছেছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য


        ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

বলিউড মাধ্যম সূত্রে জানা গেছে, ‘বিগ বস ১৮’র জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নেবেন সালমান খান। এবার ১৫ সপ্তাহের হিসেব করে দেখলে এই সিজনে ভাইজানের মোট পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় ২৫০ কোটি টাকা।


নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা’ সঞ্চালনা করার জন্য কপিল শর্মা ৬০ কোটি টাকা নিয়েছিলেন। অন্যদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করার জন্য প্রায় সালমান খানের কাছাকাছি পারিশ্রমিক পান অমিতাভ বচ্চন।

No comments

Powered by Blogger.