Adsterra

পূজা দেখতে গিয়ে রাতে নদীতে মিলল ২ শিশুর মরদেহ

পূজা দেখতে গিয়ে রাতে নদীতে মিলল ২ শিশুর মরদেহ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূজা দেখতে গিয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

নিহত দুই শিশু আঠারখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই এলাকার হুমাউনের ছেলে হুজাইফা (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর আঠারোখাদা গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে দুর্গাপূজা দেখতে যায় তাহসিব ও হুজাইফা। তারপর থেকে নিখোঁজ ছিল তারা। এলাকায় মাইকিং করেও তাদের সন্ধান মেলেনি। পরে রাত ১০টার দিকে মাথাভাঙ্গা নদীর তীরে তাহসিবের গেঞ্জি দেখতে পান পূজামণ্ডপে দায়িত্বরত এক পুলিশ সদস্য। পরে নদীতে সন্ধান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে গ্রামের লোকজন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

No comments

Powered by Blogger.