ছাত্রলীগ নেতা গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার পুলিশ লাইন্স এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আল-আমিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লায় নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়।
বুধবার (১৬ অক্টোবর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আল-আমিন জেলার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা এলাকার জুয়েল সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
স্থানীয় সূত্র মতে, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুব, স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। হামলার ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া হামলায় আহত হয় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। হামলার সময় তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
ওসি মহিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে আল-আমিন সরকারকে নগরীর ঝাউতলা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা এবং মুরাদনগর থানায় তিনটি মামলা রয়েছে। বুধবার বিকেল ৩টায় আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
No comments