বিদায়ী ম্যাচটিকে মাহমুদউল্লাহ কি বর্ণিল করে যেতে পারবেন
এর আগে, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মাহমুদউল্লাহ। হারারেতে ওই টেস্টে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশ দলকে উপহার দিয়েছিলেন এক দারুণ জয়। হারারেতে বাংলাদেশের সেই টেস্ট জয় আজও স্মরণীয় হয়ে আছে। ভারতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শেষ করতে পারলে মাহমুদউল্লাহর বিদায়টা বর্ণিল হবে। যদিও বাস্তবতা ভিন্ন। টাইগার এ মুহূর্তে মোটেও ছন্দে নেই। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ব্যটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তবু টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখবেন, মাহমুদউল্লাহর ভক্তদের এমনটাই প্রত্যাশা।
টি-টোয়েন্টির বিদায়ী ম্যাচে মাহমুদউল্লাহকে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের আগে বা পরে গার্ড অব অনার এবং ক্রেস্ট দেওয়া হবে বলে জানা গেছে। বিসিবির একজন কর্মকর্তা জানান, ভারতেই মাহমুদউল্লাহর জন্য বিদায়ী ক্রেস্ট বানানো হয়েছে। তবে এসবের চেয়েও বড় সম্মান দেওয়া হবে ম্যাচটি জিততে পারলে। মাহমুদউল্লাহ কি নিজের শেষ ম্যাচটি বর্ণিল করে যেতে পারবেন?
No comments