Adsterra

টাইগারদের প্রধান কোচ হওয়ার যোগ্যতা দেশের কারো নেই : তামিম

টাইগারদের প্রধান কোচ হওয়ার যোগ্যতা দেশের কারো নেই তামিম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglade


ভারত-বাংলাদেশ সিরিজে ড্রেসিংরুমে তামিম ইকবাল নাই। কিন্তু তাকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে ধারাভাষ্যকারের ভূমিকায়। সাক্ষাৎকার দিচ্ছেন ভারতের নানা ম্যাগাজিনেও। এবার ভারতের স্থানীয় একটি স্পোর্টস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘টাইগারদের প্রধান কোচ হওয়ার যোগ্যতা দেশের কারো নেই’।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

                    ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্ট-স্টার’কে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল অকপটে দেশের ক্রিকেট বিষয়ে নানা কথা বলেন। সেখানে উঠে আসে কোচের ভূমিকা এবং এই মুহূর্তে কোচিংয়ের জন্য দেশের মধ্যে কে পারফেক্ট এই প্রশ্নও। এসময় তামিম বলেন, ‘আমার মনে হয় না প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ এখন আছে বাংলাদেশে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হিসেবে ভালো করবেন।’

গত এক দশকে ভারতের প্রধান কোচের পদে অন্য দেশের কাউকে দেখা যায়নি। নিজেদের সাবেক খেলোয়াড়দের এই পদে বসায় ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কাও কিছুদিন আগে তাদের কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়াকে জাতীয় দলের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। কোচিং স্টাফ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের বেড়ে ওঠায় সাহায্য হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’

No comments

Powered by Blogger.