Adsterra

ইতিহাস গড়ে কোপা ট্রফি জিতলেন ইয়ামাল

ইতিহাস গড়ে কোপা ট্রফি জিতলেন ইয়ামাল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

অনূর্ধ্ব-২১ ফুটবলারদের মধ্যকার বছরের সেরা পারফরমারকে কোপা ট্রফি দেওয়া হয়। কিন্তু মাত্র ১৭ বছর বয়সে স্পেনের জার্সিতে ইউরো জয় ও বার্সেলোনার হয়ে পুরো মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছেন লামিন ইয়ামাল।

সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডি’অর ঘোষণার অনুষ্ঠানে বার্সেলোনার স্প্যানিশ তারকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে ব্যালন ডি’অর জয়ের ভোটাভুটিতে অষ্টম হন ইয়ামাল। ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সেরা দশে জায়গা পান তিনি।

ট্রফি হাতে পেয়ে ইয়ামাল বলেন, এই পুরস্কার জেতা সম্মানের বিষয়। আমি আমার মা, বাবা এবং আমার দাদিকে ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। আমার সতীর্থ, বার্সার সব স্টাফ এবং স্প্যানিশ জাতীয় দল এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে, জাভি (হার্নান্দেজ) এবং হ্যান্সিকে (ফ্লিক) ধন্যবাদ জানাতে চাই।

গত ৪ বছরে তিনবারই কোটা ট্রফি জিতেছে বার্সার ফুটবলাররা, তাদের সবাই স্প্যানিশ। ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি জিতেছিলেন এই পুরস্কার। গেল বছর কোপা ট্রফি জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের রেকর্ডটি ব্রাজিলের সাবেক ফুটবলার রোনাল্ডোর। মাত্র ২১ বছর বয়সে ফুটবলের ব্যক্তিগত সেরা পুরস্কারটি জিতেছিলেন তিনি। ইয়ামাল যেভাবে খেলছেন, তাতে অনেকে আশা করছেন- দ্রুতই রোনাল্ডোর রেকর্ড ভেঙে দেবেন ১৭ বছর বয়সী এই তরুণ।
ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য
ইয়ামালকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা আমাকে বলেছিল (আমি একদিন রোনাল্ডোর রেকর্ড ভাঙতে পারবো)। তার (রোনাল্ডো) মতো ক্যারিয়ার পাওয়াটা চমৎকার হবে। আমি আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব ব্যালন ডি’অর জিততে পারবো। এটি সব খেলোয়াড়ের একটি উদ্দেশ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, নিজেকে উপভোগ করা। আপনি যখন নিজেকে উপভোগ করেন, তখন সবকিছু ভালো হয়ে যায়।

No comments

Powered by Blogger.