Adsterra

ঐশ্বরিয়ার ডায়েরি নিয়ে তোলপাড়, কি লেখা তাতে?

ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news, ঐশ্বরিয়ার ডায়েরি নিয়ে তোলপাড়, কি লেখা তাতে

বিয়ের পর থেকেই অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি আলোচনায়। বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকে শুরু বিচ্ছেদের গুঞ্জন বারবার ফিরে এসেছে শিরোনাম কিংবা নেট দুনিয়ার চর্চায়। 


ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিষেক বচ্চনের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে- এমন খবরে জোর বাতাস লাগলেও এনিয়ে কেউ মুখ খুলছেন না। তবে তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ক্রমেই স্পষ্ট দৃশ্যমান হচ্ছে।


একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছে সম্পর্কের ছন্দপতনের ঘটনা। বচ্চন পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়েই নাকি যত সমস্যা। এ কারণেই শ্বশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। 


এ দম্পতির আইনি বিচ্ছেদ সম্পর্কে এখনো কিছু জানা জানা না গেলেও এখন আলোচনার তুঙ্গে ঐশ্বরিয়ার ডায়েরি। প্রকাশ্যে অভিনেত্রীর ডায়েরির একটি পাতা, যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, সিটি হেলথ সার্ভিসেস, মোহাম্মদপুর, Dr Abida Sultana, health, fitness,


                   ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য


সেই ডায়েরির পাতায় ঐশ্বরিয়া নিজের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতির কথাই লিখেছেন। তিনি লেখেন, আদর্শ সম্পর্ক সেটাই, যা অন্ধকারের মধ্যেই তাকে আলোর পথ দেখাবে। 


শুধু তাই নয় এ অভিনেত্রী ডায়েরিতে তার বিরক্তির কারণও উল্লেখ করেছেন। মানুষ যে প্রকাশ্যে নোংরা কথা বলেন সেটা তার মোটেই পছন্দ নয়। তিনি তাঁর ব্যক্তিগত জীবন গোপন রাখতে বেশি পছন্দ করেন।


ডায়েরিতে ঐশ্বরিয়া লেখেন, তিনি সেই সব লোকদের দেখে অবাক হয়েছিলেন যারা তার দিকে কাদা ছোড়াছুড়ি করার এবং খুশি হওয়ার সুযোগ ছাড়েন না। 


ডায়েরির পৃষ্ঠায় লেখা আছে যে, তিনি সব সময় খারাপ উদ্দেশ্যের লোকেদের থেকে দূরে থাকেন, কারণ তিনি তাদের পর্যায়ে যেতে পারেন না। 

ঐশ্বরিয়া তার এ ডায়েরির পাতায় নিজের দুঃখের কথাও লিখেছেন। তার মতে, দুঃখ জিনিসটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এসব তিনি তরুণী বয়সে লিখেছিলেন। 


যদিও এখন অনেক পথ পেরিয়ে এসেছেন, জীবনে অনেক কিছু অর্জন করেছেন তিনি। এখন আর পেছনে ফিরে তাকাতে চান না এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের দেখা হয় ১৯৯৯ সালে 'ধাই অক্ষর প্রেম কে' ছবির সেটে। ২০০৬ সালে 'উমরাও জান' ছবির শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন এবং তাঁদের প্রেম হয়। 


বেশ কিছুদিন ডেটিংয়ের পর ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। গাঁটছড়া বাঁধার আগে তারা একে অপরকে দীর্ঘদিন ডেট করেছেন। 


চলচ্চিত্রের উন্নয়নে ‘জাতীয় পরামর্শক কমিটি’ পুনর্গঠনচলচ্চিত্রের উন্নয়নে ‘জাতীয় পরামর্শক কমিটি’ পুনর্গঠন

এই তারকা দম্পতির একটি মেয়ে রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন। শুরু থেকেই এই দম্পতি তাঁদের ব্যক্তি জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এবং এখনো রেখে চলেছেন। 

No comments

Powered by Blogger.