Adsterra

হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি

হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

গত কয়েক সপ্তাহ ধরে হাইতিতে অপরাধী গোষ্ঠীগুলির সহিংসতার ঘটনা বেড়েছে। জাতিসংঘের হেলিকপ্টারে গুলি। ২০২১ সাল থেকে হাইতিতে অশান্তি চলছে। কিন্তু গত কয়েক সপ্তাহে তা চরমে উঠেছে।

মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায়। ফলে তা জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বার্তাসংস্থা এপি ও মার্কিন মিডিয়া জানিয়েছে, হেলিকপ্টারে তিনজন কর্মী ও ১৫ জন যাত্রী ছিলেন। তাদের নিরাপদে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে। হাইতিতে সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকা শাসন করায় শুধু জাতিসংঘের মাধ্যমেই মানুষের কাছে খাবার ও অন্য ত্রাণসামগ্রী পাঠানো যাচ্ছে। এই হেলিকপ্টারটি ছিল জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের।

সরকারিভাবে অবশ্য গুলিচালনার কথা জানানো হয়নি। মিডিয়ার প্রকাশিত রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলি এবার আরো বেশি করে তাদের ক্ষমতা জাহির করতে চাইবে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

চলতি মাসেই রাজধানীর পূর্বদিকের একটি শহরে বহু বাড়ি পুড়িয়ে দিয়েছে একটি গোষ্ঠী। এই সহিংসতার ফলে অন্ততপক্ষে ৭০ জন মারা গেছেন। এটা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

গত সপ্তাহে ১০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে। তারা জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে সাত লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

No comments

Powered by Blogger.