নেত্রকোনায় বজ্রপাতে খামারির মৃত্যু
সেলিম সিদ্দিকী দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের খামারে মাছ পাহারা দিতে বাড়ি থেকে বের হন সেলিম সিদ্দিকী। খামারের কাছে গেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে খামারের পাড়েই লুটিয়ে পড়েন তিনি। বৃষ্টি থামলে আশপাশের লোকজন সেলিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
No comments