রিঙ্কু নিতিশের শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে ভারত
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে স্বাগতিক ভারত। পাওয়ার প্লেতে অল্প খেই হারিয়ে ফেলা স্বাগতিকদের ব্যাটিং লাইন আপে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হন নিতিশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিং। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান তোলা ভারত ১৩ ওভার শেষে স্কোরবোর্ডে তুলেছে আরও ৯৪ রান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে বোলিং শুরু করেন মেহেদী হাসান মিরাজ। এক ওভারে ১৫ রান দেয়ায় তার পরিবর্তে তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারের শেষ বলেই ওপেনার সঞ্জু স্যামসনকে সাজঘরে ফেরান তাসকিন। ব্যক্তিগত ১০ রানে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু।
ইনিংসের তৃতীয় ও নিজের প্রথম ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব। পরপর দুটি বাউন্ডারির পর অভিষেকের স্ট্যাম্প উড়িয়ে দেন তানজিব সাকিব। তার ছোড়া ১৪৭ কি.মি গতির বলে উড়ে যায় অভিষেকের স্ট্যাম্প। ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি।
পাওয়ারপ্লে’র শেষ ওভারে ভারতীয় শিবিরে তৃতীয় আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। শান্তর তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার।
এরপর ইনিংসের গল্পে আবির্ভাব ঘটে নিতিশ-রিঙ্কুর। ১৩ ওভার শেষে দলের ১৪৮ রানের বিপরীতে দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৭৪ ও ৩৪ রান। দুজনই আছেন অপরাজিত।
উল্লেখ্য, দু’দলের এর আগের ১৫ বারের দেখায় ১৪ বারই জিতেছে ভারত। ২০১৯ সালে দিল্লির এই স্টেডিয়ামেই একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ।
No comments