নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে বাসের ধাক্কায় হারেজ মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
নিহত হারেজ মোল্যা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হারেজ মোল্যা নামের ওই বৃদ্ধ বাইসাইকেলে করে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার চালিত বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক বাসটি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, বসুপুটি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
No comments