নিপুণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই চাপের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীরা। অনেক শিল্পীই দেশ ত্যাগ করেছেন। অনেক আওয়ামীপন্থী তারকা এখনও আত্মগোপনে আছেন। এমনকি সামাজিকমাধ্যমেও কটাক্ষের মুখে পড়ছেন অনেকেই।
আওয়ামীপন্থী যেসব তারকা ছিলেন তাদের মাঝে নায়িকা নিপুণ আক্তার অন্যতম। তিনিও নাকি আত্মগোপনে আছেন। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত বিদেশের ছবি পোস্ট করে দেশে নেই বলেই জানান দিচ্ছেন তিনি। কিন্তু নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র জানালেন ভিন্ন কথা। দেশেই নাকি আছেন নিপুণ।
নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র জানান, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না। নিজেকে আড়ালে রেখেছেন তিনি।
এদিকে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরই ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন তিনি। বিদেশেও নাকি বাঙালি কমিউনিটির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বলে ছড়িয়েছেন তিনি। সেখানেও ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। সহসা দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। দেশে ফিরলে তোপের মুখে পড়তে পারেন, এমন মিথ্যাও রটাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক বেশ সক্রিয় ছিলেন নিপুণ। পাশপাশি আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। দলীয় ক্ষমতায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।
No comments