ফের ব্যর্থ রোহিত
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৫ রানেই থামালো ভারত। শেষ ৬ উইকেট তারা তুলে নিলো ৭২ রানে। তবে প্রথম ইনিংসে ১০২ রানের বড় লিডের সুবাদে ভারতের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছে কিউইরা। পুনে টেস্টে জিততে হলে ৩৫৯ করতে হবে রোহিত শর্মার দলকে।
রান তাড়ায় নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। প্রথম ইনিংসে রোহিত করেছিলেন শূন্য, এবার আউট হয়েছেন ৮ রানেই। তবে অধিনায়ককে হারিয়ে রয়েসয়ে খেলার বদলে উল্টো রুদ্ররূপ দেখানো শুরু করেছেন জশস্বী জওসওয়াল। চার-ছক্কায় মাঠ গরম করছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭৯ রান। রানরেট প্রায় সাতের কাছাকাছি। জয়সওয়াল ৩৩ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৫ আর শুভমান গিল ১৯ বলে ২১ রানে অপরাজিত আছেন।
এর আগে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড অলআউট হয় ২৫৫ রানেই। সঙ্গীর অভাবে ৪৮ রানে অপরাজিত থেকে যান গ্লেন ফিলিপস।
ওয়াশিংটন সুন্দর ৫৬ রানে ৪টি আর রবীন্দ্র জাদেজা ৭২ রানে শিকার করেন ৩টি উইকেট।
No comments